Bahumatrik :: বহুমাত্রিক
 
১৬ ফাল্গুন ১৪২৬, শনিবার ২৯ ফেব্রুয়ারি ২০২০, ৯:৪৬ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

শনিবারের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত


০৮ নভেম্বর ২০১৯ শুক্রবার, ১১:৩৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


শনিবারের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত

ঢাকা : ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে কারণে আগামীকা‌ল শনিবারের অনুষ্ঠিতব্য গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।শনিবারের জেএসসি পরীক্ষা আগামী ১২ নভেম্বর এবং জেডিসি ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে শিক্ষা মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এছাড়া মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সব কার্যক্রম বন্ধ করা হয়েছে।শুক্রবার রাতে বিআইডব্লিউটিএ এ ঘোষণা দেয়। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে বলেও নির্দেশনা দেয়া হয়।

এর আগে সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত জারি করেছে।

সুদূর প্রশান্ত মহাসাগরে সৃষ্ট উষ্ণমণ্ডলীয় ঝড় গত অক্টোবরের শেষে ভিয়েতনাম হয়ে স্থলভাগে উঠে আসে। সেই ঘূর্ণিবায়ুর অবশিষ্টাংশই ইন্দোনেশিয়া পেরিয়ে ভারত মহাসাগরে এসে আবার নিম্নচাপের রূপ নেয়।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

শিক্ষা -এর সর্বশেষ