Bahumatrik :: বহুমাত্রিক
 
৩ শ্রাবণ ১৪২৬, শুক্রবার ১৯ জুলাই ২০১৯, ৯:৫৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

লোকসভা ভোটের কোন রকম প্রচারে অংশ নেবেন না সালমান


২২ মার্চ ২০১৯ শুক্রবার, ১১:০০  এএম

বহুমাত্রিক ডেস্ক


লোকসভা ভোটের কোন রকম প্রচারে অংশ নেবেন না সালমান

ঢাকা : ভোটের আঙিনায় নজর টানতে বিভিন্ন সেলেবদের প্রার্থী হিসেবে দাঁড় করানো তো বটেই, তাদের দিয়ে প্রচার করাতেও ছাড়ে না রাজনৈতিক দলগুলি। এই প্রচার তালিকার শীর্ষে থাকেন বলি-টলির নক্ষত্ররা। ২০১৯ এর লোকসভা নির্বাচনও তার ব্যতিক্রম নয়।

ভারতের প্রায় সবকটি বড়বড় আঞ্চলিক দলগুলি ইতিমধ্যেই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার আগে প্রার্থী হিসেবে বহু তারকার নাম যেমন উঠে এসেছিল, নাম ঘোষণার পর বেশ কিছু অদল-বদল ঘটলেও দেখা গিয়েছে তারকা খচিত প্রার্থী তালিকা। লোকসভা ভোটে তেমনই উঠে এসেছিল সল্লু ভাইয়ের নাম।

কিন্তু বৃহস্পতিবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অভিনেতা স্পষ্ট করে দিলেন, ভোটে দাঁড়ানো তো দুরস্ত কোন রাজনৈতিক দলের হয়ে প্রচারেও অংশ নেবেন না তিনি। নিজের টুইটার হ্যানডেলে পোস্ট করে এদিন জানিয়ে দেন সল্লু মিয়া।

” নিজের টুইটার হ্যানডেলে তিনি লেখেন, ” এইসব গুজব ছড়ানোর বিরুদ্ধে বলি, আমি কোন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না এবং কোন রাজনৈতিক দলের হয়ে প্রচারও করব না। “

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।