Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ অগ্রাহায়ণ ১৪২৬, মঙ্গলবার ১৯ নভেম্বর ২০১৯, ১০:০৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়


১৫ জুন ২০১৯ শনিবার, ১১:০৩  পিএম

রিদওয়ানুল ইসলাম, কুবি প্রতিনিধি

বহুমাত্রিক.কম


রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা : গ্রীষ্মকালীন অবকাশ, শবে কদর, জুমাতুল বিদা, বুদ্ধপূর্ণিমা ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটি শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কু্বি) খুলছে রোববার।

বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার সূত্রে জানা যায়, ৫ মে থেকে একাডেমিক ছুটি শুরু হয়েছে। তবে গ্রীষ্মকালীন অবকাশ হিসেবে প্রশাসনিক ছুটি চলছে ৫ মে থেকে ৯ মে এবং পবিত্র শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ২ জুন থেকে ১৩ জুন পর্যন্ত। ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় আগামীকাল রোববার থেকে যথারীতি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

এদিকে হল প্রাধ্যক্ষ সূত্রে জানা গেছে, ১৪ জুন সকাল থেকে শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।