Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ বৈশাখ ১৪২৬, শুক্রবার ১৯ এপ্রিল ২০১৯, ৬:৩৬ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

রাষ্ট্রপতি তিন দিনের সফরে শুক্রবার চট্টগ্রাম যাচ্ছেন


০৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার, ০৮:৪৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


রাষ্ট্রপতি তিন দিনের সফরে শুক্রবার চট্টগ্রাম যাচ্ছেন

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) ও বাংলাদেশ নেভাল একাডেমি (বিএনএ)-তে বেশ কিছু অনুষ্ঠানে যোগদান করতে শুক্রবার বিকেলে তিন দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন আজ সন্ধ্যায় বলেন, ‘রাষ্ট্রপতি শনিবার ভাটিয়ারীর বিএমএ-তে প্রেসিডেন্ট প্যারেড-২০১৮-তে যোগ দেবেন।’

তিনি আরো বলেন, ‘এছাড়া রাষ্ট্রপতি পরের দিন রোববার বিএনএ-তে মিডশিপম্যান-২০১৬ ব্যাচ ও ডিরেক্ট এন্ট্রি অফিসার-২০১৮/বি ব্যাচ শীতকালীন প্রেসিডেন্ট মার্চ পাস্ট (কুচকাওয়াজ)-২০১৮-তেও যোগ দেবেন।’

রাষ্ট্রপতির রোববার বিকেলে ঢাকা ফেরার কথা রয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।