Bahumatrik :: বহুমাত্রিক
 
২৮ শ্রাবণ ১৪২৭, বুধবার ১২ আগস্ট ২০২০, ৪:১৯ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ


১৪ আগস্ট ২০১৯ বুধবার, ০৮:৪০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ বিকেলে বঙ্গভবনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সংবাদিকদের জানান, ‘এসময় রাষ্ট্রপতি ও স্পিকার একে অপরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।’
প্রেস সচিব আরো জানান, স্পিকার রাষ্ট্রপতিকে সংসদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এর আগে, স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বিকেল ৪ট ২০মিনিটের দিকে বঙ্গভবনে যান।
এ সময় রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া উপস্থিত ছিলেন।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।