Bahumatrik :: বহুমাত্রিক
 
২১ অগ্রাহায়ণ ১৪২৯, সোমবার ০৫ ডিসেম্বর ২০২২, ২:৫২ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

রাশিয়া মানবতার বিরুদ্ধে অপরাধ করছে : জাতিসংঘে জেলেনস্কি


২৪ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার, ১১:৩৫  এএম

বহুমাত্রিক ডেস্ক


রাশিয়া মানবতার বিরুদ্ধে অপরাধ করছে : জাতিসংঘে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি জাতিসংঘে দেওয়া বক্তব্যে রাশিয়াকে `মানবতার বিরুদ্ধে অপরাধের` দায়ে অভিযুক্ত করেছেন।

জেলেনস্কি ভিডিওলিংকের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিউ ইয়র্ক সময় বুধবার রাতে বলেন, রাশিয়ার `সন্ত্রাসের সূত্র` শূন্য ডিগ্রির নিচে ঠাণ্ডায় লাখ লাখ মানুষকে বিদ্যুৎ সরবরাহ, ঘর গরমের ব্যবস্থা এবং পানি সরবরাহ ছাড়া থাকতে বাধ্য করেছে।

বুধবারের হামলায় নবজাতক শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে বলে ইউক্রেন জানিয়েছে।

এর আগে বুধবার রাতেই জেলেনস্কি বলেছিলেন, কিয়েভের পরিস্থিতি এখনো `খুব কঠিন`।

তিনি জানান, বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের জন্য রাতভর প্রচেষ্টা চলবে।
মেয়র ভিতালি ক্লিৎসকো বলেছেন, রাজধানীর অন্তত ৮০% বাসিন্দার ঘরে বিদ্যুৎ বা সরবরাহের পানি নেই।

তবে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার শিকার কয়েকটি শহরের বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে রয়েছে লভিভ, ওডেসা এবং চেরকাসি।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চরম দুর্ভোগের জন্য `শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার` করছেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।