Bahumatrik :: বহুমাত্রিক
 
১১ বৈশাখ ১৪২৬, বুধবার ২৪ এপ্রিল ২০১৯, ২:২৩ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

রাজাপুরে সাংবাদিকের শিশুপুত্রকে হত্যা চেষ্টা


০৪ নভেম্বর ২০১৮ রবিবার, ০৬:৩৩  পিএম

মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

বহুমাত্রিক.কম


রাজাপুরে সাংবাদিকের শিশুপুত্রকে হত্যা চেষ্টা

ঝালকাঠি : দৈনিক নয়াদিগন্তের ঝালকাঠির রাজাপুর সংবাদদাতা এনামুল হকের শিশু ছেলে একরামুল হক (৮) কে পানিতে নিক্ষেপ করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেল ৪ টার দিকে ৩০ নং রাজাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

একরামুল ৩০ নং রাজাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। এ ঘটনায় সাংবাদিক এনামুল হক রাজাপুর থানায় বাগড়ি গ্রামের মহিলা কলেজ এলাকার রড সিমেন্ট ব্যবসায়ী আনোয়ার হোসেনের ছেলে বখাটে নাহিয়ান হোসেনের (১৯) বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে।

সাংবাদিক এনামুল হক অভিযোগ করেন বলেন, স্কুলে কোচিং করে অন্য বাচ্চাদের সাথে বাসায় ফিরছিলো তার ছেলে। তখন কয়েক শিশু পুকুরের পানিতে ঢিল ছুড়ছিলো। নাহিয়ান শিশুদের ঢিল ছুড়তে নিষেধ করার সাথে সাথে একরামুল হকও শিশুদের ঢিল ছুড়তে নিষেধ করলে মুখে মুখে কথা বলার অজুহাতে সাতার না জানা তার শিশু ছেলেকে বখাটে নাহিয়ান হত্যার উদ্দেশ্যে ঘাড় ধরে পানিতে নিক্ষেভ করে ফেলে দেয়। তখন অন্য ছেলেরা একরামকে পুকুর থেকে উদ্ধার করে। ততক্ষনে ছেলে পানি খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।