Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ কার্তিক ১৪২৫, সোমবার ২২ অক্টোবর ২০১৮, ১১:৩৪ অপরাহ্ণ
Globe-Uro

রাখি সাওয়ান্তকে হত্যার হুমকি


০৫ অক্টোবর ২০১৮ শুক্রবার, ০৯:৩৬  এএম

বহুমাত্রিক ডেস্ক


রাখি সাওয়ান্তকে হত্যার হুমকি

ঢাকা : রাখি সাওয়ান্তকে টেলিফোনে হত্যার হুমকি দেয়া হচ্ছে। রাখির অভিযোগ, অনবরত বেজেই চলেছে বাসার টেলিফোন। ফোন তুললেই কানে ভেসে আসছে অকথ্য ভাষায় গালাগাল। আর সঙ্গে প্রাণনাশের হুমকি।

গত মঙ্গলবার সকাল থেকে ফোনে নানা ধরনের হুমকি পাচ্ছেন তিনি। তাতেই তোলপাড় বলিউড। মনে করা হচ্ছে- তনুশ্রী-নানা বিতর্কে মুখ খোলায় রাখির সঙ্গে আজ এমন ঘটনা ঘটছে।

সম্প্রতি তনুশ্রী এক সাক্ষাৎকারে বলেছেন, আমার রিপ্লেসমেন্ট রাখি সাওয়ান্ত। সব থেকে বড় অপমান। অন্তত আরও একটু ক্লাসি কাউকে আনতে পারত। আমার জায়গায় রাখিকে আনার কোনো দরকার ছিল?

এর পরই সাংবাদিক বৈঠক ডাকেন রাখি। যেখানে তনুশ্রীর বিরুদ্ধে সব ক্ষোভ উগরে দেন তিনি। রাখি বলেন, তনুশ্রী দত্ত মাদক সেবন করতেন, তার সব অভিযোগ মিথ্যে।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।