Bahumatrik :: বহুমাত্রিক
 
৩০ কার্তিক ১৪২৬, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০১৯, ১১:৩৭ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

যেসব জিনিসের দাম কমবে


১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার, ০৭:৫১  পিএম

বহুমাত্রিক ডেস্ক


যেসব জিনিসের দাম কমবে

ঢাকা :  ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রেগুলেটরি ডিউটি কমানোয় কমতে পারে চিকিৎসায় প্রয়োজনীয় অক্সিজেন ও নাইট্রোজেনের দাম। শুল্ক হ্রাস করায় কমবে দেশি লিফট, রেফ্রিজারেটর , কম্প্রেসার, এয়ার কন্ডিশনার ও মটর সাইকেলের দাম।

দেশী শিল্প সুরক্ষায় ও বিকাশে অটোমোবাইল, রেফ্রিজারেটর, ফ্রিজার এয়ার কন্ডিশনার, মোটর সাইকেল, মোবাইল শিল্পে মুসক ও সম্পূরক শুল্ক অব্যাহতির প্রস্তাবে কমবে এসব পণ্যের দাম। এছাড়া দাম কমবে পাখা, পানির পাম্পের।

মুসক অব্যাহতির প্রস্তাব থাকায় পাউরুটি, বনরুটি হাতে তৈরি বিস্কুট, ও কেক-এর দাম কমবে।

কৃষি খাতে প্রণোদনা দিতে স্থানীয় পর্যায়ে কৃষি যন্ত্রপাতির মূসক অব্যাহতি দেয়া হয়েছে। এ ছাড়া নারী উদ্যোক্তাদের পরিচালিত ব্যবসা শোরুমে থাকবে মুসক অব্যাহতি। রপ্তানি উৎসাহিত করতে ১০ শতাংশ রপ্তানি শুল্ক কমানো হয়েছে অটো ব্রিক্সে।

আমদানি শুল্ক ৫ শতাংশ কমায় বজ্রপাত প্রতিরোধক যন্ত্রাংশ দাম কমবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।