Bahumatrik :: বহুমাত্রিক
 
৫ শ্রাবণ ১৪২৬, শনিবার ২০ জুলাই ২০১৯, ৬:০২ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

যুক্তরাষ্ট্রে প্রচণ্ড ঝড় : নিহত ৮


১৫ এপ্রিল ২০১৯ সোমবার, ১২:৫০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


যুক্তরাষ্ট্রে প্রচণ্ড ঝড় : নিহত ৮

ঢাকা : প্রচণ্ড ঝড়ে দক্ষিণ যুক্তরাষ্ট্রে শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছে। এছাড়া এতে আহত হয়েছে আরো অনেকে। দেশটির পক্ষ থেকে রবিবার এই তথ্য জানানো হয়েছে।

শনিবার থেকে শুরু হওয়া বজ্র ও শিলাবৃষ্টিসহ ঝড়ের কবলে পড়া দেশটির টেক্সাস, মিসিসিপি, লুইসিয়ানা, আর্কানসাস, জর্জিয়া অঙ্গরাজ্যের ৯০ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। সেইসঙ্গে ঝড়বৃষ্টির কারণে রবিবার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে দুই হাজার ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

খবরে বলা হয়েছে, পূর্ব টেক্সাসের আলটোতে আদি আমেরিকানদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে আকস্মিক টর্নেডো আঘাত হানে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন।

অ্যাঞ্জেলিনা কান্ট্রি শেরিফের অফিসের অ্যালটন ল্যান্ডারম্যান জানিয়েছেন, ডালাস অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্ব থেকে ২৪১ কিলোমিটার দূরে পূর্ব টেক্সাসে গাড়ি চালিয়ে যাওয়ার সময় গাড়ির ওপর পাইন গাছ উপড়ে পড়ে ঘটনাস্থলেই দুইজন শিশু নিহত হয়।

এছাড়া অন্যান্য অঙ্গরাজ্যে আরও পাঁচজন নিহত হবার খবর পাওয়া গেছে।

ওয়েস্ট ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনার অধিকাংশ এলাকা, ভার্জিনিয়া, পেলসিনভ্যানিয়া, মেরিল্যান্ড এবং ওহিও ও নিউ ইয়র্কের কয়েকটি অংশে সোমবার সকাল পর্যন্ত টর্নেডোর সম্ভাবনা আছে বলে সতর্ক করা হয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।