Bahumatrik :: বহুমাত্রিক
 
৩১ বৈশাখ ১৪২৮, শুক্রবার ১৪ মে ২০২১, ৮:০৩ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

‘যারা সংখ্যালঘুদের সম্পত্তি দখল করবে তাদের ছাড় নয়’


১৭ মার্চ ২০১৭ শুক্রবার, ১১:২৪  পিএম

মুস্তাক মুহাম্মদ

বহুমাত্রিক.কম


‘যারা সংখ্যালঘুদের সম্পত্তি দখল করবে তাদের ছাড় নয়’

যশোর : ঝিকরগাছা-চৌগাছা আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম বলেছেন, অসাম্প্রদায়িক দেশ গঠনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। শুক্রবার বাঁকড়া দিগদানা শিব মন্দির প্রাঙ্গনে মহাযজ্ঞ ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ।প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১ বাস্তবায়নে অসাম্প্রদায়িক চেতনায় ডিজিটাল সোনার বাংলা গঠনে বদ্ধপরিকর। যারা সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতন করবে এবং তাদের সম্পত্তি জোর দখল করবে তাদের ছাড় দেওয়া হবে না।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্দ্রজিৎ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা  মতিয়ার শিকদার, আওয়ালীগ নেতা ও সাবেক চেয়ারম্যান জনাব ইবাদ আলী, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডা. আসাদুজ্জামান আসাদ,বাঁকড়া ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক মাস্টার হেলাল উদ্দিন খান,আওয়ামীলীগ নেতা ও সাংবাদিক আবুল কাশেম সহ স্থানীয় বিশিষ্টজনরা।  

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।