Bahumatrik :: বহুমাত্রিক
 
৩ শ্রাবণ ১৪২৬, শুক্রবার ১৯ জুলাই ২০১৯, ১০:৪৪ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

যারা নিরাপত্তা দিতে পারবে সেখানে খেলতে যাব: পাপন


১৫ মার্চ ২০১৯ শুক্রবার, ০৩:২৪  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


যারা নিরাপত্তা দিতে পারবে সেখানে খেলতে যাব: পাপন

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, নিউজিল্যান্ডে এখন খেলার কোন পরিস্থিতিই নেই। তাই দুই বোর্ড আলাপ করে আমরা ম্যাচ বাতিল করেছি। বিশেষ করে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দেশে। যারা আমাদের নিরাপত্তা দিতে পারবে আমরা সেখানে খেলতে যাব।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে গুলিবর্ষণের ঘটনায় শুক্রবার দুপুর সাড়ে ১২টায় গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশ দলের সদস্যরা যখন নামাজ পড়তে যাচ্ছিল তখন দলের সঙ্গে কোন সিকিউরিটি ছিল না। এ বিষয়টি খতিয়ে দেখতে হবে।’

নাজমুল হাসান পাপন জানান, দলের সঙ্গে থাকা সকলে নিরাপদে আছেন। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনায় চেষ্টা চলছে। দলের সবাই এক সঙ্গে ছিল না।

শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে আল নূর নামের মসজিদে ওই হামলা হয়। আল নূর ছাড়াও হামলা হয়েছে ক্রাইস্টচার্চের আরেকটি মসজিদেও। এতে সব মিলিয়ে দুই বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়েছেন।এ হামলায় অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়ড়ারা।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।