Bahumatrik :: বহুমাত্রিক
 
২১ অগ্রাহায়ণ ১৪২৯, সোমবার ০৫ ডিসেম্বর ২০২২, ১:০১ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

যশোর জেনারেল হাসপাতালে নবজাতক ফেলে পালিয়ে গেল মা


১৭ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার, ১০:০৫  পিএম

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


যশোর জেনারেল হাসপাতালে নবজাতক ফেলে পালিয়ে গেল মা

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু বিভাগে এক নবজাতককে ফেলে পালিয়েছে তার মা। বৃহস্পতিবার সকাল ১১ টায় হাসপাতালে শিশু বিভাগে ঘটনা ঘটলেও সন্ধ্যা সাতটার দিকে বিষয়টি জানা জানি হয়।

যশোর ২৫০ অধ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু বিভাগের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স লিলুফার ইয়াসমিন, জানান, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কয়েকজন লোক হাসপাতালের ভর্তির টিকিট বিহীন শিশু ওয়ার্ডে নবজাতককে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য পৌঁছায়। চিকিৎসা পত্র অর্থাৎ ভর্তি টিকিট নিয়ে না যাওয়াই সেবিকারা ওই সকল লোকদেরকে বলে জরুরী বিভাগ থেকে ভর্তির টিকিট নিয়ে আসেন। নবজাতকের সাথে আসা পুরুষ এবং মহিলারা ভর্তি টিকিট নিয়ে নিচে আসার পর তারা আর ফেরত যায়নি এরপর বিকেল তিনটার দিকে এক মহিলা একটি কম্বল নিয়ে বাচ্চাটির গায়ে দিয়ে আসেন।তবে, তাকেও আর খুঁজে পাওয়া যায়নি। বাচ্চাটি এখন হাসপাতালে শিশু বিভাগের সেবিকাদের তত্ত্বাবধানে আছে ।সেবিকারা বাচ্চাটির ব্যাপারে  হাসপাতালে ডিউটিতে থাকা পুলিশকে জানানোর চেষ্টা করলে সন্ধ্যা সাতটার দিকে এ সময় বিষয়টি জানাজানি হয়।

এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুস সামাদ বলেন ,সারাদিন ব্যস্ত ছিলাম যার কারণে এ বিষয়ে আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।