Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ আশ্বিন ১৪২৬, শনিবার ২১ সেপ্টেম্বর ২০১৯, ৩:০৪ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

যশোরে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২১ ও ২৮ জুন


১০ জুন ২০১৯ সোমবার, ১১:০৮  পিএম

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


যশোরে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২১ ও ২৮ জুন

যশোর : যশোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা তৃতীয় ধাপে ২১ জুন থেকে শুরু হচ্ছে। এ জেলার চতুর্থ ধাপের লিখিত পরীক্ষা হবে ২৮ জুন।

যশোর প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা গত ২৪ মে থেকে শুরু হয়েছে। চারটি ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে দুই ধাপের পরীক্ষা শেষ হয়েছে। তৃতীয় ধাপে ২১ জুন যশোর জেলার ঝিকরগাছা, বাঘারপাড়া, মণিরামপুর ও শার্শায় এবং চতুর্থ ধাপে ২৮ জুন অভয়নগর, কেশবপুর, সদর ও চৌগাছা উপজেলার আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরআগে যশোরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেন ৫৫ হাজার পরীক্ষার্থী।

যশোর প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম জানান, যশোর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৫০৮ জন সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে। শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়া শেষ হলে শিক্ষকের সংকট কেটে যাবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।