Bahumatrik :: বহুমাত্রিক
 
২৯ অগ্রাহায়ণ ১৪২৬, শুক্রবার ১৩ ডিসেম্বর ২০১৯, ১২:২৭ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

যশোরে মৎস্য সপ্তাহ শুরু


১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার, ০৮:৩৩  পিএম

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


যশোরে মৎস্য সপ্তাহ শুরু

যশোর : মাছ চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে নিয়ে যশোরে সাতদিন ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার উদ্বোধনী দিনে মৎস্য অবমুক্তকরণ, র‌্যালি আলোচনা সভা হয়েছে।

জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকতের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা মৎস্য প্রকল্প উন্নয়ন কর্মকর্তা হরেন্দ্রনাথ, জেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান, জেলা হ্যাচারি মালিক সমিতির সভাপতি ফিরোজ খান, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক ড. অ্যাঞ্জেলা গমেজ ও মৎস্য চাষি মালিক সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান বাবলু।

এ অনুষ্ঠানে ১১ জন সফল মৎস্য চাষিকে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে সংবর্ধনা দেয়া হয়। আলোচনা সভার আগে কালেক্টরেট পুকুরে মৎস্য অবমুক্তকরণ শেষে র‌্যালি বের হয়। র‌্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন শওকত।

আয়োজনে যশোর জেলা হ্যাচারি মালিক সমিতি, চাষি মালিক সমিতি, আরআরএফ, বাঁচতে শেখা, চাঁচড়া সাদুপানি উপকেন্দ্র, মুক্তেশ্বরী ফিস হ্যাচারি, জেলা হাইব্রিড চাষি মালিক সমিতি, পারফিস হ্যাচারি ও বসুন্দিয়া মৎস্য চাষি সমিতির নেতৃবৃন্দ অংশ নেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।