Bahumatrik :: বহুমাত্রিক
 
২ অগ্রাহায়ণ ১৪২৬, রবিবার ১৭ নভেম্বর ২০১৯, ৪:১৯ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

যশোরে তৃতীয় শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু


১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার, ১১:০১  পিএম

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


যশোরে তৃতীয় শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু

যশোর : যশোর সদর উপজেলার ঝুমঝুমপুরে তৃতীয় শ্রেণির ছাত্র বিজয় দাসের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে একই এলাকা বালিয়াডাঙ্গা আদর্শ পাড়ার আনন্দ দাসের ছেলে।

নিহতের মা মিনা বিশ্বাস জানান, বৃহস্পতিবার বিকেলে বিজয় দাস কোচিং করতে গেলে তিনি মাঠে ছাগল নিয়ে যান। সন্ধ্যার সময় ফিরে এসে ঘরের দরজা খোলা দেখে ভিতরে ঢোকেন। এসময় বিজয় দাসের গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখে প্রতিবেশিদের খবর দেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসে।হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার নাজমুল হাসান তুহিন সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করে মর্গে প্রেরণ করেন।

স্থানীয়রা বিজয় দাসের মৃত্যু রহস্যজনক বলে দাবি করে বলেছেন, তার মা বলছে তা সঠিক নয়।

যশোর কোতয়ালি মডেল থানার ডিউটি অফিসার মতিয়ার রহমান গলায় ফাঁস দিয়ে বিজয় বিশ্বাস নামে এক শিশু আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।