Bahumatrik :: বহুমাত্রিক
 
২৯ চৈত্র ১৪২৭, মঙ্গলবার ১৩ এপ্রিল ২০২১, ৩:১০ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ময়মনসিংহে নারীদের স্বকর্মসংস্থানে পাশে থাকবেন মেয়র টিটু


২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার, ০৫:৪৫  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


ময়মনসিংহে নারীদের স্বকর্মসংস্থানে পাশে থাকবেন মেয়র টিটু

ময়মনসিংহ: ময়মনসিংহের নারীদের স্বকর্মসংস্থানে সার্বিক সহযোগিতা দেবেন বলে আশ্বাস প্রদান করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। মেয়র বলেন, নারীর সক্ষমতা বৃদ্ধিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বিউটি পার্লার, ড্রাইভিং, সেলাই, কম্পিউটার ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। নারীর উন্নয়নে একটি ফান্ডও গঠন করা হয়েছে।

রোববার ২৮ ফেব্রুয়ারি দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে ময়মনসিংহ নারী উদ্যোক্তাদের সমস্যা-সম্ভাবনা ও করনীয় শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদানকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু এসব কথা বলেন।

মেয়র টিটু আরো বলেন বর্তমান সরকার নারীদের শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছে। সামাজিক কুসংস্কার, পারিবারিক প্রতিবন্ধকতাসহ নারীর অগ্রযাত্রার অন্যান্য বাধাসমূহ দূর হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহারে নারীর সক্ষমতা আরো বৃদ্ধি পেয়েছে। নারী উদ্যোক্তারা আজ একত্রিত হয়েছে, নারী উদ্যোক্তাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে- এটা তারই ফলাফল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুচি আক্তারী মহল, ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা আনোয়ার পারভীন এবং সঞ্চালন করেন কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক নিয়ামুল কবির সজল।

নারী অগ্রযাত্রা নিশ্চিতে তিনি এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন সব সময় নারী উদ্যোক্তাদের পাশে থাকবেন- এ নিশ্চয়তা সিটি মেয়র তাঁর বক্তব্যে প্রদান করেন।বিশেষ অতিথি লুচি আক্তারী মহল বলেন, বর্তমান সরকার অনুকূল পরিবেশ সৃষ্টির ফলে নারী উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকার নানা প্রশিক্ষণের ব্যবস্থাও করছে। কিন্তু তা সকল নারী উদ্যোক্তাদের কাছে পৌছাচ্ছে না। এই প্রশিক্ষণসমূহ সকলের মাঝে আরো ছড়িয়ে দিতে হবে।

ময়মনসিংহ চেম্বারের সহ-সভাপতি শংকর সাহা বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ চেম্বার নারী উদ্যোক্তাদের সমস্যা সমাধানে সবসময় পাশে থাকবে- এ আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় ময়মনসিংহের ৯০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়াংএন্টারপ্রিনিয়র সোসাইটির সাধারণ সম্পাদক এম এ ওয়ারেস বাবু, তৃণমূল নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি আইনুন নাহার, ময়মনসিংহ উইমেন এন্টারপ্রিনয়র সোসাইাটির এডমিন নওশিন তারান্নুম প্রমুখ।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

জাতীয় -এর সর্বশেষ