Bahumatrik :: বহুমাত্রিক
 
১১ বৈশাখ ১৪২৬, বুধবার ২৪ এপ্রিল ২০১৯, ২:১৩ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মৌলভীবাজারে ভোক্তা অধিকার আইন বিষয়ক গণশুনানী


০৪ নভেম্বর ২০১৮ রবিবার, ০৫:০৮  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


মৌলভীবাজারে ভোক্তা অধিকার আইন বিষয়ক গণশুনানী

মৌলভীবাজার : রোববার বেলা ১২ টা থেকে ১ টা পযর্ন্ত মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ মিলনায়তনে উক্ত কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক এক গণশুনানী অনুষ্ঠিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এই গণশুনানীর আয়োজন করে। মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষক বৃন্দ ও ছাত্রীদের অংশ্রগ্রহণে গণশুনানী হয়।

উক্ত গণশুনানীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সকলকে পণ্য বা সেবা প্রাপ্তিতে সচেতন হওয়ার জন্য আহবান করেন।

ভোক্তা অধিকার আইন লঙ্গন সংক্রান্ত যেকোন অভিযোগ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে দায়ের করার জন্য উপস্থিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অনুরোধ জানান।

পাশাপাশি সহকারি পরিচালক সকল শিক্ষার্থীকে ভোক্তা অধিকার বিষয়ক জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অনুরোধ জানান।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।