Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ ভাদ্র ১৪২৬, মঙ্গলবার ২০ আগস্ট ২০১৯, ৯:১১ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ফেরদৌস-পূর্ণিমা


১০ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার, ০৯:১৩  পিএম

বহুমাত্রিক ডেস্ক


মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ফেরদৌস-পূর্ণিমা

ঢাকা : ২০১৪ সালে প্রকাশিত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের’র গাঙচিল উপন্যাস অবলম্বনে ‘গাঙচিল’ সিনেমার শুটিং চলাকালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় নায়িক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমা।

রোববার দুপুরে নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরএলাহি ইউনিয়নের চর মন্ডলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল সোয়া তিনটার দিকে তাদের আঘাত পাওয়া স্থানগুলোতে ব্যথা অনুভব করলে হাসপাতালে আনা হয়।

জানা গেছে, গত কয়েক দিনের মতো রোববার সকালে ‘গাঙচিল’ ছবির শুটিংয়ের কাজ শুরু হয়। দুপুরে ছবির নায়িকা এনজিও কর্মী মোহনা (পূর্ণিমা) মোটরসাইকেল নিয়ে একটি শর্ট নিচ্ছিলেন। এসময় মোটরসাইকেলের পিছনে ছবির নায়ক সাংবাদিক সাগর (ফেরদৌস) বসা ছিল। গাড়িটি চলার একটু পর স্লিপ করে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে তাদের দু’জনের শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে ও কয়েকটি অংশ থেকে রক্তক্ষরণ হয়। তাদের উদ্ধার করে বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সেন্ট্রাল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আ ফ ম আবদুল হক জানান, তাদের শরীরে এক্সরে করা হয়েছে। রিপোর্টে বড় ধরনের কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে উনাদের কয়েকদিন বিশ্রামে থাকতে হবে।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি থেকে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালনায় ও ইচ্ছেমতো এবং নুজহাত ফিল্মসের প্রযোজনায় ‘গাঙচিল’ সিনেমাটির শুটিং এর প্রথম দফার কাজ নোয়াখালীর কোম্পানীগঞ্জে শুরু হয়।

সিনেমায় অতিথি শিল্পী হিসেবে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটির চিত্রনাট্য লিখেছেন, মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়। শুটিং চলবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।