Bahumatrik :: বহুমাত্রিক
 
২৪ শ্রাবণ ১৪২৭, রবিবার ০৯ আগস্ট ২০২০, ১২:২৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মৃদু উপসর্গের করোনা রোগীদের সুস্থ হতেও কয়েক সপ্তাহ সময় লাগে


২৬ জুলাই ২০২০ রবিবার, ১০:০০  এএম

বহুমাত্রিক ডেস্ক


মৃদু উপসর্গের করোনা রোগীদের সুস্থ হতেও কয়েক সপ্তাহ সময় লাগে

যুবক বা স্বাস্থ্যবান বয়স্ক যারা করোনা ভাইরাসের মৃদু উপসর্গে ভুগছেন তাদের সম্পূর্ণ সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লাগে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন(সিডিসি)। শুক্রবার সিডিসির পক্ষ থেকে একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের ১৩টি রাজ্যে করোনা রোগীদের ওপর টেলিফোন জরিপ চালায় সিডিসি। জরিপে দেখা যায়, মৃদু উপসর্গ থাকা ৩৫ শতাংশ বয়স্ক করোনা রোগী দুই থেকে তিন সপ্তাহ পরেও সাধারণ অবস্থায় ফিরতে পারেননি। কয়েক সপ্তাহ পরেও তাদের কাশি, শ্বাস কষ্ট এবং অবসাদ ছিল।

সিডিসির এই প্রতিবেদনে অনুযায়ী, কোনো ধরনের জটিল রোগে আক্রান্ত হওয়া ছাড়াও যুবক অথবা বয়স্করা করোনা থেকে সেরে উঠতে দীর্ঘ সময় নিতে পারেন।

সিডিসি জানায়, গত ১৫ এপ্রিল থেকে ২৫ জুন পর্যন্ত জরিপটি চালানো হয়। জরিপে ১৮ বছরের যুবক থেকে বয়স্ক যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়।

গবেষকরা বলছেন, সামাজিক দূরত্ব বজায় রাখা, বার বার হাত ধোঁয়া এবং সঠিকভাবে মুখ ঢেকে রাখলে করোনা সংক্রমনের গতি কমানো সম্ভব।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

দেহযান -এর সর্বশেষ