Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ আশ্বিন ১৪২৬, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৯ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মুম্বাইয়ে ফুট ওভারব্রিজ ধসে নিহত ৫, আহত ৩৬


১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার, ১০:২৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


মুম্বাইয়ে ফুট ওভারব্রিজ ধসে নিহত ৫, আহত ৩৬

ঢাকা : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলওয়ে স্টেশনের বাইরে একটি ফুট ওভারব্রিজ ধসে পড়ে কমপক্ষে ৫ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। নিহতরা হলেন অপুর্ব প্রভু, রনজনা তাম্বে এবং শিরাজ খান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরেকটি ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ওভারব্রিজটির মেরামতের কাজ মাত্র আজ সকালেই শেষ হয়। তবু মানুষ এটা ব্যবহার করছিল। এটি ধসে পড়ার পর শহরটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় লোকসভার সদস্য অরবিন্দ সাওয়ান্ত। এছাড়া আছে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা। ফায়ার ব্রিগেডের কর্মীরা ধ্বংসাবশেষ সরাতে ব্যস্ত আছেন। এদিকে জেসিবি মেশিনও আনা হয়েছে ঘটনাস্থলে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।