Bahumatrik :: বহুমাত্রিক
 
৫ শ্রাবণ ১৪২৬, শনিবার ২০ জুলাই ২০১৯, ৫:৩৭ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশিসহ নিহত ১১


০৮ এপ্রিল ২০১৯ সোমবার, ১০:১৭  এএম

বহুমাত্রিক ডেস্ক


মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশিসহ নিহত ১১

ঢাকা : মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ছয় বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ৩৪ জন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

কুয়ালালামপুর পুলিশ প্রধান জানান, স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে নিলাই থেকে ৫৬ জন শ্রমিক নিয়ে বিমানবন্দরের দিকে যাওয়ার সময় বাসটি খাদে পড়ে যায়।

এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সেরদাং হাসপাতালে নিলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। যাত্রীরা সবাই কাজের উদ্দেশ্য বিমানবন্দরের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।