Bahumatrik :: বহুমাত্রিক
 
৩ শ্রাবণ ১৪২৬, শুক্রবার ১৯ জুলাই ২০১৯, ১২:১৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মামাতো বোনকে বিয়ে করলেন মুস্তাফিজ


২২ মার্চ ২০১৯ শুক্রবার, ০৬:১২  পিএম

বহুমাত্রিক ডেস্ক


মামাতো বোনকে বিয়ে করলেন মুস্তাফিজ

ঢাকা : বিয়ের পিঁড়িতে বসলেন কাটার মাস্টার খ্যাত জাতীয় দলের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামে কাটার মাস্টারের মেজ মামা সাবেক ইউপি সদস্য মো. রওনাকুল ইসলাম বাবুর বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।

বিয়ের দেনমোহর ধার্য করা হয়েছে পাঁচ লাখ এক টাকা।কাটার মাস্টার জীবন সঙ্গী হিসেবে তার মামাতো বোন সামিয়া ইয়াছমিন শিমুকে বেছে নিয়েছেন। শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত।

এর আগে দুপুরে জুম্মার নামাজের পর নিজের প্রাইভেট কারে চড়ে বাবা-মা-ভাই-বোনদের নিয়ে সোনালী শেরওয়ানি পরে বর বেশে কনের বাড়ির উদ্দেশে রওনা দেন মুস্তাফিজ।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।