Bahumatrik :: বহুমাত্রিক
 
১৬ জ্যৈষ্ঠ ১৪২৭, রবিবার ৩১ মে ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মাদাম তুসোয় শ্রীদেবীর মোমের মূর্তি উন্মোচন


০৫ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার, ১২:১০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


মাদাম তুসোয় শ্রীদেবীর মোমের মূর্তি উন্মোচন

ঢাকা : বলিউড সিনেমার প্রথম নারী সুপারস্টার প্রয়াত শ্রীদেবীকে সম্মান জানিয়ে সিঙ্গাপুরের মাদাম তুসোয় তার মোমের মূর্তি উন্মোচন করা হয়েছে। শ্রীদেবীর স্বামী প্রযোজক বনি কাপুর ও তাদের দুই মেয়ে জাহ্নবী ও খুশি এ মূর্তি উন্মোচন করেন।

শ্রীদেবীর জন্মদিনেই ঘোষণা করা হয়েছিল যে, মাদাম তুসোয় তার মোমের ভাস্কর্য বসানো হবে। মাদাম তুসো কর্তৃপক্ষ অভিনেত্রীর ভক্তদের থেকে বার্তা সংগ্রহ করে তা দিয়ে একটি শ্রদ্ধার্ঘও তৈরি করেছে। মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে একটি দেয়ালে সাজানো ছিল সেই বার্তা।

মিস্টার ইন্ডিয়া ছবির ‘হাওয়া হাওয়াই’ গানে যে সাজে দেখা গিয়েছিল শ্রীদেবীকে, সে অবতারেই মূর্তি তৈরি করা হয়েছে। জনপ্রিয় সেই গানে সোনালি রঙের পোশাকে মোহময়ী হয়ে উঠেছিলেন অভিনেত্রী।

গত বছর ২৪ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান শ্রীদেবী। ১৯৬৩ সালের ১৩ আগস্ট তার জন্ম। ১৯৬৭ সালে তামিল সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে রুপালি পর্দায় পা রাখেন। তারপর বলিউডের অসংখ্য ছবিতে তিনি অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। পাঁচবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। ২০১৩ সালে ‘পদ্মশ্রী’ পেয়েছিলেন তিনি।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।