Bahumatrik :: বহুমাত্রিক
 
২৯ অগ্রাহায়ণ ১৪২৬, শুক্রবার ১৩ ডিসেম্বর ২০১৯, ১২:২৫ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবিতে সাইকেল র‌্যালি


১৫ জুন ২০১৯ শনিবার, ০১:২৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবিতে সাইকেল র‌্যালি

মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভারতীয় হাই কমিশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান র‌্যালিতে উপস্থিত ছিলেন।

ভারত সরকার বিশ্বব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী পালন করছে এবং এরই অংশ হিসেবে এই সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সদস্যরা র্যালিতে অংশ নেয়। হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমবেতদের উদ্দেশে বক্তব্য দেন।

রীভা গাঙ্গুলি দাশ বলেন, “আমরা এমন একটি সময়ে বাস করছি যখন গান্ধীজির আদর্শ ও বাণী তাঁর জীবিতকালের চেয়েও বেশি প্রাসঙ্গিক। এখনও তাঁর জীবন ও কর্ম বিশ্বের লাখো মানুষকে অনুপ্রেরণা দেয়।” হাই কমিশনার অনুষ্ঠানে উপস্থিত তরুণদের প্রতি মহাত্মা গান্ধীর আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

আন্তঃদেশীয় সম্পর্ক -এর সর্বশেষ