Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ ফাল্গুন ১৪২৫, সোমবার ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২:৩২ অপরাহ্ণ
Globe-Uro

মঙ্গলবার হুমায়ুন আহমেদের জন্মদিন


১৩ নভেম্বর ২০১৮ মঙ্গলবার, ০৯:০০  এএম

বহুমাত্রিক ডেস্ক


মঙ্গলবার হুমায়ুন আহমেদের জন্মদিন

ঢাকা : মিসির আলী ও হিমুর লজিক-এন্টি লজিক, মধ্যবিত্তের সুখ-দুঃখ; তার গল্প থেকে বাদ পড়েনি মুক্তিযুদ্ধ কিংবা ইতিহাসের বাদশা নামদাররা। আর এতেই তিনি পেয়েছেন জনমানুষের উপচে পড়া ভালবাসা। তিনি হুমায়ূন আহমেদ; আজ তার ৭০তম জন্মদিন।

কেউ বলে দেয়নি ভালবাসতে, চাপিয়েও দেয়নি কেউ ভালবাসার ভার। হুমায়ূন শুধু গল্পের ঝুড়ি খুলে বসেছিলেন, গল্পে গল্পে জীবনের কথা বলেছেন, আনন্দ-বিষাদে ভাসিয়েছেন। এতেই তিনি অনিবার্য প্রসঙ্গ হয়ে উঠেছেন বাঙালির পাঠকের কাছে।

তিনি বেখেয়ালি, আবার দারুণ খেয়ালি বাঙালি মধ্যবিত্তের মুগ্ধতাকে, আনন্দ অশ্রুকে নতুন রুপ দিয়েছেন। অনাবিস্কৃত বা অকথিত জীবনের সাথে পরিচয় করিয়েছেন।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।