Bahumatrik :: বহুমাত্রিক
 
৮ আশ্বিন ১৪২৬, সোমবার ২৩ সেপ্টেম্বর ২০১৯, ৩:১৭ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মঈন খানের বাসায় নৈশভোজে কূটনীতিকরা


০৭ জুন ২০১৯ শুক্রবার, ০৯:২৫  এএম

বহুমাত্রিক ডেস্ক


মঈন খানের বাসায় নৈশভোজে কূটনীতিকরা

ঢাকা: ঈদ উপলক্ষে কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ঈদের দিন বুধবার সন্ধ্যায় তার গুলশানের বাসায় পারিবারিক পরিবেশে এ নৈশভোজের আয়োজন করা হয়।

সন্ধ্যা থেকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকরা এসে মিলিত হন। এ মিলনমেলা শেষ হয় রাত সাড়ে ১০ টার পর। মঈন খানের ঘনিষ্ঠ একাধিক দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নৈশভোজে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত এবং জাপান, ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও হেড অব ডিফিআইডি, ইউএসএইড এর ভারপ্রাপ্ত প্রধানগণ অংশ নেন।

বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, মঈন খানের বাসায় প্রায়ই কূটনীতিকদের এ ধরনের আপ্যায়ন করা হয়। ঈদুল ফিতর, ঈদুল আজহা ও গত কয়েক বছর ধরে পহেলা বৈশাখেও এ আয়োজন করা হয়। মূলত বিএনপির কূটনৈতিক উইংয়ের নেতৃত্ব দিয়ে থাকেন মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

আন্তঃদেশীয় সম্পর্ক -এর সর্বশেষ