Bahumatrik :: বহুমাত্রিক
 
৩ শ্রাবণ ১৪২৬, শুক্রবার ১৯ জুলাই ২০১৯, ৯:৫৩ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ভুয়া ছবি বন্ধে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার


২০ মার্চ ২০১৯ বুধবার, ০২:০২  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ভুয়া ছবি বন্ধে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

ঢাকা : বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ। বিশ্বব্যাপী এর কোটি কোটি ইউজার।

এবার ভুয়া খবর বন্ধ করতে ইতিমধ্যেই ফরোয়ার্ড টেক্সট-কে আলাদা করে চিহ্নিত করার ব্যবস্থা করেছে হোয়াটসঅ্যাপ। এবার ভুয়া খবরের পাশাপাশি ভুয়া ছবি ছড়িয়ে পড়া বন্ধে আরও একটি নতুন ফিচার শুরু করতে চলেলেন তারা। ফিচারটির নাম ‘সার্চ বাই ইমেজ’। এই ফিচারে মাধ্যমেই বোঝা যাবে, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া কোনও ছবি আসল না ভুয়া।

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারে কোন ছবির সঙ্গে সার্চ বাই ইমেজ নামে একটি অপশন থাকবে। ওই অপশনে ক্লিক করলেই ছবির উৎস সম্পর্কে জানা যাবে। অর্থাৎ ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারা যাবে। ওই লিঙ্কে ক্লিক করলেই গুগল সার্চে চলে যাবে ছবিটি। গুগলের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই জানা যাবে ওই ছবিটি সম্পর্কে কী বলছে ওয়েব দুনিয়া।

হোয়াটসঅ্যাপ বিটা ২.১৯.৭৩ ভার্সনে এই ফিচারটি যুক্ত হয়েছে। মনে করা হচ্ছে, আগামী দিনে এর নীচের ভার্সনগুলিতেও যুক্ত হবে এই ফিচার।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

প্রযুক্তির সাথে -এর সর্বশেষ