Bahumatrik :: বহুমাত্রিক
 
২৯ কার্তিক ১৪২৬, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০১৯, ১০:২৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ভালুকায় বাস-ট্রাকের সংঘর্ষ আহত ১০


০৭ জুলাই ২০১৯ রবিবার, ১২:৩৮  পিএম

মোঃ মজনু মিয়া, ভালুকা প্রতিনিধি

বহুমাত্রিক.কম


ভালুকায় বাস-ট্রাকের সংঘর্ষ আহত ১০

ময়মনসিংহ: ভালুকায় রোববার সকালে মেহেরাবাড়ি এলাকায় নামক ঢাকা-ময়মনসিংহ মহাসড়াকের ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০জন আহত হয়েছে। একটি যাত্রীবোঝাই সৌখিন পরিবহনের বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা অপর একটি বালু বোঝাই ট্রাকের সাথে ধাক্কা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।

ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৌখিন ১০ যাত্রী আহত হয়। তার মধ্যে ২ যাত্রী দূর্ঘটনায় বিধ্বস্ত বাসটিতে আটকে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনারস্থলে পৌছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

 

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।