Bahumatrik :: বহুমাত্রিক
 
২৯ কার্তিক ১৪২৬, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০১৯, ১০:২৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ভালুকায় প্রি-পেইড মিটার স্থাপন সংক্রান্ত মতবিনিময়


০৬ জুলাই ২০১৯ শনিবার, ১১:৩৪  পিএম

মোঃ মজনু মিয়া, ভালুকা প্রতিনিধি

বহুমাত্রিক.কম


ভালুকায় প্রি-পেইড মিটার স্থাপন সংক্রান্ত মতবিনিময়

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে। শনিবার দুপুরে ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে ভালুকা উপজেলা পরিষদের হল রুমে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২(ভালুকা) এর জেষ্ঠ্যে জেনারেল ম্যানেজার জহিরুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্য দেন-স্থানীয় সাংসদ কাজিম উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মাসুদ কামাল, ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ প্রমুখ।
মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পল্লী বিদ্যুতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।