Bahumatrik :: বহুমাত্রিক
 
৮ অগ্রাহায়ণ ১৪২৬, শুক্রবার ২২ নভেম্বর ২০১৯, ৭:২৩ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ভালুকায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৫


১৩ আগস্ট ২০১৯ মঙ্গলবার, ০৭:৪৯  পিএম

ভালুকা প্রতিনিধি

বহুমাত্রিক.কম


ভালুকায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৫

ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকা উপজেলার পৌর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পল্লী বিদ্যুৎ নামক স্থানে ইসলাম পরিবহন একটি বাস ও মিনি পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে পিলার এ মেরে দেন বাস। এতে শিশুসহ ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌর এলাকার পল্লী বিদ্যুৎ মোড়ে নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসানের নেতৃত্বে উদ্ধার কর্মীরা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলাম পরিবহণ যাত্রীবাহী একটি বাস ময়মনসিংহ থেকে ছেড়ে আশা অপর থেকে আসা মিনি আপ মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আহত হন ৫ জন। আহতরা হলেন গাজীপুরের নজরুলের মেয়ে আখিঁমান(৫), মেয়ে আখিঁ(৬),ভালুকার মোকখলেছের ছেলে সুমন (২৬),সুমনের স্ত্রী সোনিয়া (২৫),ভালুকার সিরাজুলের স্ত্রী রুমেলা ইসলাম (২০)নামে আহত হয়।

ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ ছালাম জানান, আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।