Bahumatrik :: বহুমাত্রিক
 
২৯ শ্রাবণ ১৪২৭, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২০, ৫:৫৮ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ভারতে ৫ মাস বয়সী ধর্ষিতা শিশুর মৃত্যু


১৯ ফেব্রুয়ারি ২০২০ বুধবার, ১১:৩৩  এএম

বহুমাত্রিক ডেস্ক


ভারতে ৫ মাস বয়সী ধর্ষিতা শিশুর মৃত্যু

ভারতে পাঁচ মাস বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ওই শিশু। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত রোববার ভারতের লখনউতে ঘটেছে এই ঘটনা। অভিযোগ, শিশুটি তার এক আত্মীয়র দ্বারা ধর্ষণের শিকার হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জানা যায়, হরদই জেলা থেকে শিশুটির মা এক বিয়ের অনুষ্ঠানে আসেন। সেখানে পাপ্পু নামে তার একি কাজিন শিশুটিকে কোলে নেয়। এরপরই সে উধাও হয়ে যায়।

এরপর শিশুটির মা ও পরিবারের সদস্যরা পাপ্পুকে খুঁজে পাচ্ছিলো না। শেষমেশ প্রায় ৪ ঘণ্টা পর ওই বিয়েবাড়ি থেকে কিছু দূরে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। এরপর শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে সে মারা যায়। এদিকে ঘটনার পর থেকে পাপ্পু পলাতক। পুলিশ তাকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

সংবাদে বিশ্ব -এর সর্বশেষ