Bahumatrik :: বহুমাত্রিক
 
৩১ বৈশাখ ১৪২৮, শুক্রবার ১৪ মে ২০২১, ১:১৬ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ভাঙলো শাস্ত্রীয় সংগীতের অনন্য জুটি:সাজনকে ছেড়ে পরলোকে রাজন মিশ্র


২৬ এপ্রিল ২০২১ সোমবার, ১২:০৪  এএম

বহুমাত্রিক ডেস্ক


ভাঙলো শাস্ত্রীয় সংগীতের অনন্য জুটি:সাজনকে ছেড়ে পরলোকে রাজন মিশ্র

ভেঙে গেল শাস্ত্রীয় সংগীত জুটি রাজন-সাজন মিশ্রের জুটি। করোনা কেড়ে নিল শাস্ত্রীয় সংগীতশিল্পী রাজন মিশ্রকে। রোববার সন্ধ্যায় বিশ্বকে বিদায় জানালেন সংগীত জগতের এই নক্ষত্র। পন্ডিত সাজন মিশ্র এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ভাই আর নেই’। খবর হিন্দুস্তান টাইমস’র 

শাস্ত্রীয় সংগীতের এই জুটি গত কয়েক দশক ধরে তাদের গাওয়া গান দিয়ে জিতে নিয়েছিল লক্ষ লক্ষ হৃদয়। করোনা আক্রান্ত পদ্মভূষণ পুরস্কার-প্রাপ্ত পন্ডিত রাজন মিশ্রকে রোববার গুরুতর অবস্থায় দিল্লির সেন্ট স্টিফেনস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যেখানে তাঁর অবস্থা সারাদিন বেশ আশঙ্কাজনক ছিল। এরপরে সন্ধ্যার দিকে তাঁর মৃত্যুর খবর আসে।

করোনা ভাইরাস সংক্রমণের কারণে রাজন মিশ্রের অবস্থা ছিল গুরুতর। পাশাপাশি তাঁর হার্টের সমস্যাও ছিল। টুইটারে তাঁর জন্য হাসপাতালের বেড এবং অক্সিজেনের সহায়তাও চেয়েছিল রাজন মিশ্রের পরিবার। তারপরে তাঁকে সেন্ট স্টিফেন হাসপাতালে ভর্তি করা হয়। আইএএস অফিসার সঞ্জীব গুপ্তের চেষ্টাতেই দিল্লির স্টিফেনস হাসপাতালে ভর্তি করা গিয়েছিল তাঁকে।

অফিসার সঞ্জীব গুপ্ত টুইট করেছিলেন, ‘আমি সাজন মিশ্রের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেলেন যে রাজন মিশ্র আইসিইউ থেকে বেরিয়ে এসেছেন, এবং ডাক্তারদের মতে ভালো আছেন এবং আপাতত তিনি বাইপ্যাপে রয়েছেন।’ আরও উন্নত পরিষেবার জন্য অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথাও হচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হল না। রোববার, ২৫ এপ্রিল শেষ নিশ্বাস ত্যাগ করলেন রাজন মিশ্র। প্রবাদপ্রতিম এই শিল্পীর প্রয়াণে আমাদের বিনম্র শ্রদ্ধা। 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।