Bahumatrik :: বহুমাত্রিক
 
৩ আষাঢ় ১৪২৬, সোমবার ১৭ জুন ২০১৯, ১১:০৯ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বড় পর্দায় ফিরছেন অমৃতা


০৭ জানুয়ারি ২০১৯ সোমবার, ১০:২২  এএম

বহুমাত্রিক ডেস্ক


বড় পর্দায় ফিরছেন অমৃতা

ঢাকা : বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা অমৃতা রাও। ‘বিবাহ’ ছবির নায়িকা হিসেবেই তাকে চেনে সবাই। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত শহীদ কাপুর ও অমৃতা জুটির ছবিটি দর্শক হৃদয়ে জায়গা করে নেয়।

অমৃতার সাবলীল অভিনয়ে মুগ্ধ হননি এমন দর্শক খুঁজে পাওয়া কঠিন। অমৃতার ভক্তের সংখ্যাও কম নয়। কিন্তু ২০১৩ সালের পর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। তার সবশেষ ছবির নাম ‘সত্যাগ্রহ’।

সিনেমায় অভিনয় না করলেও ছোট পর্দায় ছিলেন অমৃতা। ২০১৬ সালে ‘মেরি আওয়াজ হি পেহচান হ্যায়’ সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় কাজ শুরু করেন।এছাড়া টানা আড়াই বছর একটি রেডিও শো করেছিলেন এই নায়িকা।

দীর্ঘ ৬ বছর পর বড় পর্দায় আসছেন অমৃতা। ছবির নাম ‘ঠাকরে’। প্রয়াত শিবসেনা প্রধান বালসাহেব ঠাকুরের জীবনীভিত্তিক ছবি এটি। ছবিতে মিনতি চরিত্রে অভিনয় করছেন অমৃতা।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।