Bahumatrik :: বহুমাত্রিক
 
৮ ভাদ্র ১৪২৬, শুক্রবার ২৩ আগস্ট ২০১৯, ৫:০৬ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ব্যালন ডি’অর জয়ী প্রথম নারী হেগেরবার্গ


০৪ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার, ১১:৫৭  এএম

বহুমাত্রিক ডেস্ক


ব্যালন ডি’অর জয়ী প্রথম নারী হেগেরবার্গ

ঢাকা : অনন্য নজির স্থাপন করল ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। প্রথমবারের মতো নারী ফুটবলেও বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর দিল প্রতিষ্ঠানটি। সম্মানজনক পুরস্কারটি জিতে ইতিহাস গড়েছেন নরওয়ে ফরোয়ার্ড এডা হেগেরবার্গ।

বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে প্যারিসে জমকালো অনুষ্ঠানে তার হাতে ব্যালন ডি’অর তুলে দেয় ফ্রান্স ফুটবল ম্যাগাজিন।

গেল মৌসুম দুর্দান্ত কাটিয়েছেন হেগেরবার্গ। অলিম্পিক লিঁওকে জেতান ফরাসি শিরোপা। পাশাপাশি এনে দেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ঘরোয়া ও মহাদেশীয় শিরোপা জেতাতে অগ্রণী ভূমিকা রাখায় তার হাতে উঠেছে ফুটবলের সর্বোচ্চ পুরস্কারটি।

ইতিহাসের পাতায় ঠাঁয় পেয়ে দারুণ উচ্ছ্বসিত হেগেরবার্গ। ২৩ বছর বয়সী ফুটবলার বলেন, সবকিছু স্বপ্নের মতো লাগছে। এ আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। আমাকে সমর্থন জানানোর জন্য সবাইকে ধন্যবাদ।

পুরুষ বিভাগে ব্যালন ডি’অর জিতেছেন লুকা মদরিচ। এতে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এক দশকের দ্বৈতশাসনের অবসান ঘটেছে। এসময়ে সমান পাঁচবার করে এ পুরস্কার জিতেছেন তারা।

ফ্রান্স ফুটবল ম্যাগাজিন এবারই প্রথম চালু করেছে বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। সেই পুরস্কার উঠেছে বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের হাতে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

নারীকথা -এর সর্বশেষ