Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ আশ্বিন ১৪২৬, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫২ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবারকে নতুন বাড়ি উপহার


১১ জানুয়ারি ২০১৯ শুক্রবার, ০৭:৪৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবারকে নতুন বাড়ি উপহার

নোয়াখালীর সোনাইমুড়িতে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের পরিবারকে নৌবাহিনীর পক্ষ থেকে নতুন বাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে। নৌবাহিনীর তত্ত্বাবধানে অর্ধকোটি টাকা ব্যয়ে এ বাড়ি নির্মাণ করা হয়েছে। খবর ইউএনবি’র 

শুক্রবার নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ বীরশ্রেষ্ঠ রুহুলের ছোট ছেলে শওকত আলীর পরিবারের সদস্যদের কাছে বাড়িটি হস্তান্তর করেন।

এ সময় নোয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাহে আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু ইউছুফসহ নৌবাহিনী ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের জন্ম নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার রুহুল আমিন নগরে। তার স্মৃতি রক্ষায় ২০০৮ সালে সরকারিভাবে স্থাপন করা হয় বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। রুহুল আমিনের পরিবারের দান করা ২০ শতক জমিতে এসব নির্মিত হয়।

রুহুল আমিনের ছোট ছেলে শওকত আলী পরিবার নিয়ে ১৯৮৫ সালে নৌবাহিনীর তৈরি করে দেয়া একটি ঘরে থাকতেন। পুরোনো ঘরটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় নৌবাহিনী নতুন ঘর করে দেয়ার উদ্যোগ নেয়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।