Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ ভাদ্র ১৪২৬, মঙ্গলবার ২০ আগস্ট ২০১৯, ৮:৫৯ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বিশ্বের ‘কুলিন অধিনায়ক’ ক্লাবের সদস্য হলেন মাশরাফি


১৫ মে ২০১৯ বুধবার, ১১:১১  এএম

বহুমাত্রিক ডেস্ক


বিশ্বের ‘কুলিন অধিনায়ক’ ক্লাবের সদস্য হলেন মাশরাফি

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে ‘কুলিন অধিনায়ক’ ক্লাবের সদস্য হলেন মাশরাফি। গতরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে নিজকে অনন্য উচ্চতা নিয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক।

অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ম্যাচ জয়ের ক্ষেত্রে নিউজিল্যান্ডের সাবেক দলপতি ড্যানিয়েল ভেট্টোরিকে পেছনে ফেললেন বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা। ম্যাচ বিবেচনায় পিছনে ফেলেছেন ভারতের রাহুল দ্রাবিড়কেও।

বাংলাদেশের অধিনায়ক হিসেবে ৭৫ ম্যাচে ৪২তম জয়ের স্বাদ পেলেন ম্যাশ। পক্ষান্তরে ভেট্টোরি ৪১টি জয় পেয়েছেন । এ ছাড়া ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের পাশে আছেন মাশরাফি। দ্রাবিড় যেখানে ভারতকে ৭৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪২ জয় এনে দিয়েছেন সেখানে মাশরাফির লেগেছে ৭৫ ওয়ানডে।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।