Bahumatrik :: বহুমাত্রিক
 
২৫ অগ্রাহায়ণ ১৪২৫, সোমবার ১০ ডিসেম্বর ২০১৮, ৬:৪৫ পূর্বাহ্ণ
Globe-Uro

বিবিসি রেডিও’র সম্পাদক হচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি


২৪ নভেম্বর ২০১৮ শনিবার, ০১:৫৩  পিএম

বহুমাত্রিক ডেস্ক


বিবিসি রেডিও’র সম্পাদক হচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি

ঢাকা : বড়দিনকে সামনে রেখে বিবিসি রেডিওর সম্পাদক হতে যাচ্ছেন অস্কারজয়ী হলিউডের নামকরা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। বিবিসি রেডিও ফোর-এর ‘টুডে’ অনুষ্ঠানটির জন্য অতিথি সম্পাদক হিসেবে কাজ করবেন।

যুদ্ধক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা এবং বৈশ্বিক শরণার্থী সংকট নিয়ে আলোচনা করতে কয়েকজন শরণার্থী আর যুদ্ধফেরত মানুষকে ২৮ ডিসেম্বর বিবিসির ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন জোলি।

অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ছাড়াও এ বছর অতিথি সম্পাদক হিসেবে আরও থাকবেন ইতিহাসবিদ অ্যান্ড্রু রবার্ট, ঔপন্যাসিক কামিলা সামসি, নারীবাদী ব্লগার ছিদেরা এগুরে প্রমুখ।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।