Bahumatrik :: বহুমাত্রিক
 
২২ চৈত্র ১৪২৬, সোমবার ০৬ এপ্রিল ২০২০, ১১:১৬ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বিজয় ফুল তৈরিতে খুলনা বিভাগে প্রথম দিহান


১০ নভেম্বর ২০১৯ রবিবার, ১২:০২  এএম

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


বিজয় ফুল তৈরিতে খুলনা বিভাগে প্রথম দিহান

যশোর : এসএম অনুপম দিহান বিজয় ফুল প্রতিযোগিতা-২০১৯ এ খুলনা বিভাগে খ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে। শুক্রবার খুলনায় অনুষ্ঠিত বিভাগীয় প্রর্যায় খ গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সে যশোরের ঝিকরগাছা বিএম হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্র। এই প্রতিযোগিতায় দিহান এর আগে উপজেলা ও জেলা প্রর্যায় প্রথম হয়েছিল।

এসএম অনুপম দিহান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছিল। সে বাংলাদেশ কারাতের হলুদ বেল্টধারী একজন খেলোয়াড়। দিহান উপজেলার টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম রকিবুল ইসলাম ও গৃহিনী সারমিন আক্তারের ছেলে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।