Bahumatrik :: বহুমাত্রিক
 
১১ বৈশাখ ১৪২৬, বুধবার ২৪ এপ্রিল ২০১৯, ২:০৬ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বাবার লাশ চান খাশোগি সন্তানরা, মদিনায় দাফনের আগ্রহ


০৫ নভেম্বর ২০১৮ সোমবার, ১২:০৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


বাবার লাশ চান খাশোগি সন্তানরা, মদিনায় দাফনের আগ্রহ

ঢাকা : কর্তৃপক্ষের কাছে বাবার লাশ পেতে আকুতি জানিয়েছেন খাশোগির দুই ছেলে সালাহ ও আবদুল্লাহ খাশোগি। গতকাল সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এই আকুতি জানান। 

তারা বলেন, বাবার লাশ এখনো পেলাম না এর থেকে কষ্টদায়ক আর কি হতে পারে। খাশোগির জ্যেষ্ঠ পুত্র সালাহ বলেন, আমরা এখন যেটা চাচ্ছি বাবার লাশ দাফন করতে। আর সেটা মদিনায় করতে চাই।

তিনি আরো বলেন, আমার বাবা একজন শান্তশিষ্ট লোক ছিলেন। সবার কাছে তিনি ছিলেন প্রিয়। আবার বাবা সবাইকে সমান চোখে দেখতেন এবং সম্মান করতেন। সালাহ আশা প্রকাশ করে বলেন, আমি সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, আশা করছি শিগগিরই বাবার লাশ পাবো।

সৌদি সাংবাদিক জামাল খাশোগি খুন হওয়ার এক মাস অতিবাহিত হয়েছে। এখনো পাওয়া যায়নি খাশোগির লাশ। খাশোগির লাশ নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তুরস্ক। 
তুরস্কের তরফ থেকে বলা হয় খাশোগির লাশ টুকরা করে এসিডে পুড়িয়ে ফেলা হয়। অপরদিকে, গতকাল রোববার বলা হয়, খাশোগির লাশ টুকরা করে পাঁচটি স্যুটকেসে ভরে পাচার করা হয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।