Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ ফাল্গুন ১৪২৬, বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২০, ৫:৪৬ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বাকৃবিতে অ্যাক্রিডিটেড কোর্স প্রণয়ন কর্মশালা


২৫ জুন ২০১৯ মঙ্গলবার, ১২:৩২  এএম

বহুমাত্রিক ডেস্ক


বাকৃবিতে অ্যাক্রিডিটেড কোর্স প্রণয়ন কর্মশালা

ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই)কর্তৃক আয়োজিত উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ‘উচ্চ শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণের জন্য অ্যাক্রিডিটেড কোর্স প্রণয়ন শীর্ষক কর্মশালা সোমবার (২৪ জুন ২০১৯), জিটিআই শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়।

জিটিআই পরিচালক প্রফেসর মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন অধ্যাপক ড. এম মোজাহার আলী ও অধ্যাপক ড. মাছুমা হাবিব।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বাকৃবির বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণসহ এ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে ফাউন্ডেশন কোর্স সম্পন্নকারী শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।