Bahumatrik :: বহুমাত্রিক
 
৫ শ্রাবণ ১৪২৬, শনিবার ২০ জুলাই ২০১৯, ৫:৪১ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বাংলাদেশের নৌ-স্থল বন্দরসহ নৌরুট ব্যবহারের আগ্রহ ভুটানের


১৩ এপ্রিল ২০১৯ শনিবার, ০৮:২০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


বাংলাদেশের নৌ-স্থল বন্দরসহ নৌরুট ব্যবহারের আগ্রহ ভুটানের

ঢাকা: ভুটান বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দরসহ বিভিন্ন স্থলবন্দর এবং নৌরুট ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে।

সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এর সাথে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সাক্ষাত করলে তিনি এ আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশ এক্ষেত্রে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

সাক্ষাতকালে এছাড়া তারা পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ উপস্থিত ছিলেন।

ভূটান বাংলাদেশের স্থল ও নৌবন্দর ব্যবহারের ফলে কার্গো হ্যান্ডলিং এবং বাণিজ্য বৃদ্ধি পাবে। এতে বাংলাদেশের রাজস্ব আয় বেড়ে যাবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

আন্তঃদেশীয় সম্পর্ক -এর সর্বশেষ