Bahumatrik :: বহুমাত্রিক
 
২২ অগ্রাহায়ণ ১৪২৬, শুক্রবার ০৬ ডিসেম্বর ২০১৯, ১০:৪০ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বর্ষায় সাদা জুতার যত্ন


০৩ আগস্ট ২০১৯ শনিবার, ০৫:১২  পিএম

বহুমাত্রিক ডেস্ক


বর্ষায় সাদা জুতার যত্ন

ঢাকা : বর্ষায় সাদা জুতায় সহজেই কাদা লেগে নোংরা হয়ে যায়। একারণে এই সাদা জুতা পরিস্কার রাখতে হলে দরকার বাড়তি যত্ন। আসুন জেনে নেই কীভাবে সাদা জুতা পরিস্কার রাখতে হবে।

সোল পরিষ্কার:প্রতিদিন বাড়ি ফিরে সাদা কেডস বা স্নিকার্সের সোল থেকে ময়লা পরিষ্কার করে নিন। একটি টুথব্রাশে সাবান-পানি দিয়ে ঘষে তুলে দিন সোলে লেগে থাকা কাদা, নোংরা। জুতার ফিতাও নিয়মিত পরিষ্কার করুন।

জুতার রং:শিশুদের কেডস বা কিছু বিশেষ মানের স্নিকার্সে রং করা যায়। প্রতিবার জুতা ধোয়ার পর শু কালার করিয়ে নিন। এতে জুতার রং ফ্যাকাসে হয় না। জুতা চকচকেও হয়।

ক্যানভাসের জুতা: ডিটারজেন্ট ও বেকিং সোডার মিশ্রণ ক্যানভাসের সাদা জুতা পরিষ্কার রাখার জন্য খুবই কার্যকর। এক চামচ বেকিং সোডার সঙ্গে দেড় চামচ ডিটারজেন্ট মিশিয়ে পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার জুতা ধোয়ার সময় সেটি ব্যবহার করুন। প্রথমে পানিতে ধুয়ে ব্রাশ দিয়ে ঘষে উপরের আলগা ময়লা তুলে নিন। তারপর এই মিশ্রণ দিয়ে ধুয়ে নিন জুতা। এরপর হোয়াইটনার বা শু কালার লাগিয়ে নিন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।