Bahumatrik :: বহুমাত্রিক
 
১৬ অগ্রাহায়ণ ১৪২৮, বুধবার ০১ ডিসেম্বর ২০২১, ১২:১৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বন্যা কবলিত ৩০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


২৬ সেপ্টেম্বর ২০২০ শনিবার, ০৯:০০  পিএম

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


বন্যা কবলিত ৩০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

যশোর : ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী সময়ে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় বন্যা হবার কারনে দীর্ঘ তিন-চার মাস যাবৎ সে অঞ্চলের মানুষ মানবেতর জীবনযাপন করে আসছে। এ অবস্থায় ২৫শে সেপ্টেম্বর, শুক্রবার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া গ্রামের বন্যাকবলিত ৩০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইটেন বাংলাদেশ।

এক সপ্তাহের খাদ্য সামগ্রী হিসেবে শুকনা খাবার চিড়া,মুড়ি,গুড়,বিস্কুট এবং খাবার স্যালাইন সরবরাহ করা হয় তাদের মাঝে। এছাড়া মহামারী করোনার ভিতরেও বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে যশোরের এই সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু হেনা সাকিল, স্থানীয় মেম্বার এবং ব্রাইটেন বাংলাদেশের প্রতিনিধিরা। যশোরের বাহিরে এটাই তাদের প্রথম সেবামূলক কার্যক্রম।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।