Bahumatrik :: বহুমাত্রিক
 
৮ অগ্রাহায়ণ ১৪২৬, শুক্রবার ২২ নভেম্বর ২০১৯, ৭:২১ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বঙ্গোপসাগরে ২ টি জাহাজডুবি, ১১ ক্রু উদ্ধার, নিখোঁজ ২


০৭ আগস্ট ২০১৯ বুধবার, ০৮:০৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


বঙ্গোপসাগরে ২ টি জাহাজডুবি, ১১ ক্রু উদ্ধার, নিখোঁজ ২

ঢাকা : গভীর বঙ্গোপসাগরে দুটি জাহাজ ডুবে গেছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে বাংলাদেশ বিমানবাহিনীর দু’টি হেলিকপ্টার গিয়ে ১১ নাবিক ও ক্রকে উদ্ধার করেছে। এখনো ২ জন নিখোঁজ রয়েছেন।

বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তারা নৌবাহিনীর মাধ্যমে খবর পেয়ে হেলিকপ্টারসহ উদ্ধারকারী দল পাঠায়। সেখানে নৌবাহিনীর উদ্ধারকারীরাও উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

উদ্ধার হওয়া নাবিক ও ক্রুরা বলছেন, জাহাজ ডুবে যাওয়ার পর তারা মৃত্যুর মুখে পড়েছিল। উদ্ধার সম্ভব হবে না মনে করে নিজেদের জীবনের মায়া ছেড়ে দিয়েছিল।

উদ্ধার হওয়া ১১ জনকে চিকিৎসা দিতে হাসপাতালে নেয়া হয়েছে। অন্যদিকে বাকি ২ জনকে উদ্ধারে চেষ্টা চলছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।