Bahumatrik :: বহুমাত্রিক
 
৩ শ্রাবণ ১৪২৬, শুক্রবার ১৯ জুলাই ২০১৯, ১০:০২ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বঙ্গবন্ধুর সমাধিতে সুলতান মনসুরের শ্রদ্ধা


২২ মার্চ ২০১৯ শুক্রবার, ০৭:৩২  পিএম

বহুমাত্রিক ডেস্ক


বঙ্গবন্ধুর সমাধিতে সুলতান মনসুরের শ্রদ্ধা

ঢাকা: নিজ দল গণফোরামের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়া সুলতান মোহাম্মাদ মনসুর শুক্রবার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

মনসুর ইউএনবিকে জানান, তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যান এবং রাতে সেখানেই থাকেন।শুক্রবার বেলা ১২টার দিকে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ করেন।

পরে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সদস্যদের স্মরণে ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেন তিনি।

মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য সুলতান মনসুর ৭ মার্চ একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।