Bahumatrik :: বহুমাত্রিক
 
২১ আষাঢ় ১৪২৭, রবিবার ০৫ জুলাই ২০২০, ১০:২০ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ফিলিপাইনে ভূমিকম্পে ৪ জন নিহত


১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার, ০১:৩৯  পিএম

নিজস্ব প্রতিবেদক


ফিলিপাইনে ভূমিকম্পে ৪ জন নিহত

ঢাকা: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ৩ শিশুসহ ৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ এ কথা জানায়।বুধবার রাতে মিন্দানাও অঞ্চলে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

কর্তৃপক্ষ ৪ জনের নিহতের খবর নিশ্চিত করে বলেছে, মিন্দানাও প্রধান শহরগুলো থেকে এখনো রিপোর্ট পাওয়া যায়নি, তবে হতাহতের সংখ্যা অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এএফপি জানায়, বাড়িধসে দুই শিশু নিহত হয়েছে। ভূমিধসে মাটিচাপা পড়ে পাঁচ বছরের এক শিশু ও তার মা নিহত হয়েছে।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।