Bahumatrik :: বহুমাত্রিক
 
১২ জ্যৈষ্ঠ ১৪২৭, মঙ্গলবার ২৬ মে ২০২০, ১০:৩৯ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

প্রয়াত হলেন কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী


৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার, ০৮:৫৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


প্রয়াত হলেন কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী

ঢাকা : প্রয়াত হলেন ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার চুনী গোস্বামী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বিকেল সাড়ে চারটা নাগাদ তার মৃত্যু হয়।

কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর আসল নাম সুবিমল। তবে ভারতীয় তথা আন্তর্জাতিক ফুটবলমহল তাঁকে চুণী গোস্বামী নামেই একডাকে চিনত।

১৯৬২ সালে এশিয়ান গেমসে তার নেতৃত্বেই সোনা জয় করে ভারত। একই রকমভাবে ১৯৬৪ সালের রৌপপদক জিতে নেয় ভারত।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।