Bahumatrik :: বহুমাত্রিক
 
২৮ অগ্রাহায়ণ ১৪২৫, বৃহস্পতিবার ১৩ ডিসেম্বর ২০১৮, ৭:৪২ পূর্বাহ্ণ
Globe-Uro

প্রার্থিতা ফিরে পেলেন গোলাম মাওলা রনি


০৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার, ১২:১৪  পিএম

বহুমাত্রিক ডেস্ক


প্রার্থিতা ফিরে পেলেন গোলাম মাওলা রনি

ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের এজলাস কক্ষে শুনানি শেষে এ রায় জানিয়ে দেয়া হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে রোববার বেলা ১২টায় পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।হলফনামায় সই না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করে দেয়া হয়েছিল।

প্রসঙ্গত, ২ ডিসেম্বর সারা দেশে যাচাই-বাছাইয়ে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে গত সোম থেকে বুধবার পর্যন্ত ইসিতে আপিল জমা দেন সংক্ষুব্ধ প্রার্থী।

তিন দিনে ইসিতে মোট ৫৪৩টি আপিল আবেদন জমা পড়েছে। বাকি ২৪৩ জন আপিল করেননি।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।