Bahumatrik :: বহুমাত্রিক
 
১৬ ফাল্গুন ১৪২৬, শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২০, ৩:৪৮ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

প্রধানমন্ত্রী পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছেন


০৪ অক্টোবর ২০১৯ শুক্রবার, ০৬:২১  পিএম

বহুমাত্রিক ডেস্ক


প্রধানমন্ত্রী পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছেন

পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার জেরে তিনি রন্ধনশালার কর্মীদের নির্দেশ দিয়েছেন, তারা যেন তরকারিতে পেঁয়াজ না দেয়।

শুক্রবার ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা নিজেই বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, ভবিষ্যতে এ ধরনের কোনো পণ্য রপ্তানি বন্ধ করার আগে জানালে বাংলাদেশ পণ্য সঙ্কট মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে পারে।

প্রসঙ্গত, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেএদয়ার জেরে বাংলাদেশে পেঁয়াজের দাম হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

আন্তঃদেশীয় সম্পর্ক -এর সর্বশেষ